ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

এনবিআরের আয়কর গোয়েন্দা নজরদারিতে এয়ার টিকিট সিন্ডিকেট

২০২৫ মার্চ ২৩ ১৯:৪৭:৩৯
এনবিআরের আয়কর গোয়েন্দা নজরদারিতে এয়ার টিকিট সিন্ডিকেট

ডুয়া নিউজ : এয়ার টিকিট সিন্ডিকেটকে আয়কর গোয়েন্দা নজরদারির আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। বিভিন্ন এয়ারলাইনসের টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট সেলস এজেন্ট ও ট্রাভেল এজেন্টদের আয়কর নথি ও ব্যাংক হিসাব যাচাই শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত ইউনিট।

গোয়েন্দা সূত্র জানায়, টিকিট বিক্রির সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে বিভিন্ন দেশের এয়ারলাইনসের টিকিটের দাম কয়েকগুণ বাড়িয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দুবাই, কাতার ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে যাতায়াতকারী শ্রমিকরা বেশি দামে টিকিট কিনতে বাধ্য হয়েছেন। এমনকি হজ মৌসুমেও কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে।

এদিকে অন্তবর্তী সরকারের পদক্ষেপের ফলে বিমানের টিকিটের দাম ৭৫ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। আগে গ্রুপ বুকিংয়ের মাধ্যমে টিকিটের দাম এক লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। এটা বর্তমানে ৪৮-৫০ হাজার টাকায় নেমে এসেছে। কিছু এয়ারলাইনস দাম্মাম ও রিয়াদ রুটে ভাড়া ৩৫ হাজার টাকায় নামিয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি টিকিট বুকিংয়ের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কঠোর নিয়মকানুন জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্টের বিস্তারিত তথ্য এবং পাসপোর্টের একটি ফটোকপি দিয়ে বিমানের টিকিট বুকিং করতে হবে। এই নির্দেশনার পর বিমান সংস্থাগুলো পূর্বে ব্লক করা টিকিট প্রকাশ করতে বাধ্য হয়েছে। এর ফলে, টিকিটের প্রাপ্যতার সঠিক চিত্র প্রকাশ পায় এবং এজেন্সিগুলো টিকিটের দাম কমাতে বাধ্য হয়। এছাড়া, এনবিআরের আয়কর গোয়েন্দা কার্যক্রমও টিকিটের দাম কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।

এনবিআরের আয়কর গোয়েন্দা ইউনিট বেশ কয়েকটি সেলস ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, যারা সেলস এবং ট্রাভেল এজেন্টগুলোই টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে স্বাভাবিকের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করে। এ তালিকায় রয়েছে— ইউনাইটেড লিংক, এয়ার গ্যালাক্সি, এরো উইং, অ্যারোস্পিডি ইন্টারন্যাশনাল, আরএসএ অ্যাভিয়েশন, অরিক্স অ্যাভিয়েশন, জেড অ্যাভিয়েশন, স্কাই অ্যাভিয়েশন ও ওয়ান ওয়ার্ল্ড অ্যাভিয়েশন।

ইতোমধ্যে ইউনাইটেড লিংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ ও তার স্ত্রীর আয়কর নথিতে বড় ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তাদের নামে গুলশানে ৬০ কোটি টাকার একটি ফ্ল্যাটের খোঁজ মিলেছে। আয়কর নথিতে মাত্র সাত কোটি টাকা দেখানো হয়েছে।

এছাড়া ৩০টি ট্রাভেল এজেন্সির তালিকা তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে কাজী এয়ার ইন্টারন্যাশনাল, কিং এয়ার অ্যাভিয়েশন, আরবিসি ইন্টারন্যাশনাল, সাদিয়া ট্রাভেলস, হাজী এয়ার ট্রাভেলস, ব্যালেন্স এয়ার ট্রাভেলস ও ডাইনেস্টি ট্রাভেলস।

আয়কর গোয়েন্দা ইউনিটের মতে, এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছে। এ বিষয়ে তদন্ত জোরদার করা হবে এবং টিকিটের দাম সহনীয় পর্যায়ে রাখতে বেশকিছু সুপারিশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ বিমানের টিকিটের ট্যারিফ সহনীয় রাখা, জনপ্রিয় রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো এবং প্রবাসীদের জন্য সুলভ মূল্যে টিকিট নিশ্চিত করা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেসব প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স জোগান দিচ্ছেন তারা যাতে সুলভ মূল্যে টিকিট ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে সরকার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে