ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

পায়রা সমুদ্রবন্দরকে অর্থনীতির জন্য বিষফোড়া বললেন উপদেষ্টা

২০২৫ মার্চ ২৩ ১৯:২৪:১১
পায়রা সমুদ্রবন্দরকে অর্থনীতির জন্য বিষফোড়া বললেন উপদেষ্টা

ডুয়া নিউজ : পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘পায়রা বন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য বিষফোড়া। এখানে সমুদ্র বন্দর দূরের কথা, নদীবন্দরও করা সম্ভব না।’

আজ রবিবার (২৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “বন্দরটি প্রাথমিকভাবে করা হয়েছিল কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য। প্রকল্পটির শুরুতেই যদি লাভ-ক্ষতির বিষয়টি মূল্যায়ন করা যেত তাহলে এ প্রকল্প শুরুই করতাম না। কিন্তু এখন অনেক টাকা খরচ হয়ে গেছে।”

পরিকল্পনা উপদেষ্টা বলেন, “আমরা পায়রা বন্দরের প্রকল্পটি বন্ধ করতে চাইলেও পারবো না। কারণ বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনেক খরচ করা হয়েছে। এখন পাস হলেই ব্যয় করতে পারবো- এ সিস্টেম আর নাই। এটি খারাপ প্রকল্প হলেও বাদ দিতে পারতাম না, কারণ এটি করা হয়েছিল প্রাথমিকভাবে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আনার জন্য।”

তিনি আরও বলেন, এ বন্দরের কারণে অনেক জমি নষ্ট হয়েছে। সুন্দরবন ধ্বংস হয়েছে। এ বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে হলে কয়লা আনতেই হবে।

এটি কোন সমুদ্রবন্দর নয় বলেও মন্তব্য করেছেন উপদেষ্টা। তিনি বলেন, “এটিকে বলা হয় সমুদ্রবন্দর। এখানে কোনো জাহাজ আসতে পারে না। তাহলে তো নদীবন্দর বলা যায়। যারা দেখে এসেছেন, তারা বলেছেন এটি নদীবন্দরও না, এটি একটি ঘাট।”

একনেক সভায় মোট ২১,১৩৯ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ১৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৪,১৯৩ কোটি ৫৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৬,৫৩৯ কোটি ২৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৬ কোটি ৫৯ লাখ টাকা।

পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, “দেশের ১০টি গুরুত্বপূর্ণ নদী সংরক্ষণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প নেওয়া হবে। এর আওতায় বগুড়ার করতোয়া নদী, উত্তরবঙ্গের আহত নদী, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীসহ বেশ কয়েকটি মৃতপ্রায় নদী পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে