ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক তুলে নিল ভারত

২০২৫ মার্চ ২৩ ১৬:৫৭:৫৩
পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক তুলে নিল ভারত

ডুয়া ডেস্ক : ভারত পেঁয়াজ রপ্তানির ওপর থাকা ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে। দেশটির রাজস্ব বিভাগ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী মাসের ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে।

গতকাল শনিবার (২২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশীয় বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতে প্রায় পাঁচ মাস ধরে ন্যূনতম রপ্তানি মূল্য ও সরাসরি নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপের পর ভারত সরকার এবার রপ্তানি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক কার্যকর ছিল। ভারত সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের ক্রয়ক্ষমতা বজায় রাখার প্রতিশ্রুতির প্রতিফলন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, ‘আগামী ১ এপ্রিল থেকে পেঁয়াজের ওপর ২০ শতাংশ রপ্তানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত সরকার। দেশটিতে পেঁয়াজের দাম কমার মধ্যে কৃষকদের স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ভারতের ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, “এই সিদ্ধান্ত কৃষকদের লাভজনক মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের কাছে পেঁয়াজের ক্রয়ক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির আরেকটি প্রমাণ হিসেবে সামনে এসেছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে