ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

উদ্ধার অভিযানে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

২০২৫ মার্চ ২৩ ১৬:২৯:৫১
উদ্ধার অভিযানে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

ডুয়া নিউজ : টেকনাফে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বহনকারী ডুবে যাওয়া নৌকায় উদ্ধার অভিযানে গিয়ে সাগরে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৩ মার্চ) তার মরদেহটি উদ্ধার করা হয় বলে বিজিবির পক্ষ থকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত বেলালের মরদেহটি উদ্ধার করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বেলাল এই সীমান্ত ফাঁড়িতেই কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেলস ও চারটি ম্যাগাজিনও নিখোঁজ রয়েছে বলে জানায় বিজিবি।

শুক্রবার দিবাগত মধ্যরাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধভাবে প্রবেশের সময় রোহিঙ্গাবাহী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় বিজিবি ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। তবে এ সময় বিজিবির সদস্য বেলাল নিখোঁজ হন।

এরপর, শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়ার নাফ নদীর মোহনায় চার রোহিঙ্গার মরদেহ ভেসে আসে, যাদের মধ্যে এক শিশু ও তিনজন নারী ছিলেন। স্থানীয়রা মরদেহগুলো দেখতে পেয়ে বিজিবিকে জানালে, তাদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর