ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার: সূচক টেনে নামালো ৪ কোম্পানির শেয়ার

২০২৫ মার্চ ২৩ ১৪:৫৪:২২
শেয়ারবাজার: সূচক টেনে নামালো ৪ কোম্পানির শেয়ার

ডুয়া ডেস্ক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে ও অন্য দুই সূচকের সামান্য উথ্থান দেখা গেছে। আজ সূচকের এমন পতনের নেপথ্যে ছিল ৪ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, ব্রাক ব্যাংক, সামিট পাওয়ার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

কোম্পানিগুলোর শেয়ার দর কমার কারণে এদিন ডিএসইর সূচক কমেছে ৭ দশমিক ১১ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক পতনে সবচেয়ে বেশি দায় ছিল ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের। এদিন ব্যাংকটির শেয়ার দর কমেছে ৫০ পয়সা। যে কারণে ডিএসর সূচক কমেছে ২ দশমিক ৫৫ পয়েন্ট।

সূচক পতনে দায়ী দ্বিতীয় কোম্পানি ছিল ব্রাক ব্যাংক। আজ ব্যাংকটির শেয়ার দর কমেছে ৭০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ২ দশমিক ৪৭ পয়েন্ট।

আজ সূচক পতনে দায়ী তৃতীয় কোম্পানি ছিল সামিট পাওয়ার। কোম্পানিটির কারণে আজ ডিএসইর সূচক কমেছে ১ দশমিক ১৬ পয়েন্ট। আর স্কয়ার ফার্মার কারণে সূচক কমেছে শূন্য দশমিক ৯৩ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে