ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

সংবিধানে ধর্মনিরপেক্ষতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন প্রস্তাব

২০২৫ মার্চ ২৩ ১৪:০৩:১২
সংবিধানে ধর্মনিরপেক্ষতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন প্রস্তাব

ডুয়া ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১৫১টি তে একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন। তবে ৫টি সুপারিশের আপত্তি রয়েছে বলে জানিয়েছে তারা। বাকী ১০টি সুপারিশ নিয়ে রয়েছে আংশিক সমর্থন।

রোববার (২৩ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে একথা জানান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।

তিনি জানান, বৈঠকে তারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ভিন্ন নামে রাখার সুপারিশ করেছেন। এছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট করার প্রস্তাব দেন তারা।

জাতীয় নির্বাচনের আগে বা একসময়ে সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এই সংস্কার বাস্তবায়নের দায়িত্ব যেন নির্বাচিত সরকারের হাতে না যায়। প্রাদেশিক ব্যবস্থার বদলে পুরাতন ১৯টি জেলাকে জেলা সরকার করারও সুপারিশ করেছেন তারা। পাশাপাশি সমর্থন জানান ঐকমত্য কমিশনের এনসিসি কাঠামোতে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে