ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

হারের কারণ জানালেন কলকাতার অধিনায়ক রাহানে

২০২৫ মার্চ ২৩ ১২:৪৬:০১
হারের কারণ জানালেন কলকাতার অধিনায়ক রাহানে

ডুয়া ডেস্ক : শুরুতে ব্যাটিং করে প্রথম ওভারে কুইন্টন ডি কককে হারানোর পর সুনীল নারিনকে নিয়ে সেই ধাক্কা সামাল দেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান করে দলের লক্ষ্য দুই শ ছাড়ানোর দিকে এগিয়ে ছিল। তবে কিছুটা ব্যাটিং ব্যর্থতায় ১৭৪ রানে অলআউট হয়ে যায় কলকাতা, যা সহজেই টপকে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করে রাহানে বলেন, ‘১৩ ওভার পর্যন্ত আমরা খুব ভালো ব্যাট করছিলাম। কিন্তু এরপর পরপর উইকেট পড়ে যাওয়ায় খেলা ঘুরে যায়। পরবর্তী ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা দিতে না পারায় আমরা বড় স্কোর গড়তে পারিনি।’

তিনি বলেন, ‘প্রথম ১০ ওভারে এক শ ছাড়ানোর পর দুই শ ছাড়ানো সম্ভব মনে হচ্ছিল। যখন আমি আর ভেঙ্কটেশ ব্যাট করছিলাম, তখন ২০০-২১০ রান করার পরিকল্পনা ছিল। কিন্তু পরপর উইকেট পড়ায় রান তোলার গতি কমে যায়। ইডেনে ২০০ রানের বেশি না করলে জেতা যায় না, সেটাই হয়েছে।’

রান তাড়ায় বেঙ্গালুরু কখনই চাপে পড়েনি। কোহলি ও ফিল সল্ট ওপেনিং জুটিতে ৯৫ রান তুলেছেন। পাওয়ার প্লের ৬ ওভারে এসেছে ৮০ রান। রাহানে এ ব্যাপারে বলছেন, ‘পাওয়ার প্লেতে ওরা খুব ভালো ব্যাট করেছে, এবং লক্ষ্যটা ছোট হওয়ায় তাদের কাজটা সহজ হয়ে গিয়েছিল।’

রাহানে এদিন ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। প্রথম ম্যাচ হারের পরেও কলকাতার অধিনায়ক আশাবাদী। তিনি বলেন, ‘আগামী ২৬ মার্চ গৌহাটিতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয়ে ফিরতে চাই।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে