ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

রেমিট্যান্স-রপ্তানি আয়ে প্রবৃদ্ধি, রিজার্ভে মন্দা

২০২৫ মার্চ ২৩ ১২:০৩:৪৩
রেমিট্যান্স-রপ্তানি আয়ে প্রবৃদ্ধি, রিজার্ভে মন্দা

ডুয়া ডেস্ক : চলতি অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি উৎস রেমিট্যান্স ও রপ্তানি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। এর মধ্যে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৭ শতাংশ, এবং রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। তবে, উচ্চ প্রবৃদ্ধি সত্ত্বেও দেশের রিজার্ভ বাড়ছে না। আট মাস ধরে রিজার্ভের পরিমাণ ১৯ থেকে ২১ বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করছে।

আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম৬ পদ্ধতির হিসাব বলছে, গত ১৩ মার্চ বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলার (১ হাজার ৯৭৩ কোটি ডলার)। তবে, চলতি অর্থবছরের শুরুতে ২০২৪ সালের ১ জুলাই রিজার্ভ ছিল ২১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, গত আট মাসে রিজার্ভে ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার কমেছে। এই সময়ে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের পরিমাণ আগের বছরের তুলনায় ৬ দশমিক ৭৯ বিলিয়ন ডলার বেশি হয়েছে। এর মধ্যে, রেমিট্যান্স ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলার এবং রপ্তানি আয় ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার বেশি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে, রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও মূলত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই), বিদেশি অনুদান এবং মাঝারি ও দীর্ঘমেয়াদি বিদেশি ঋণ কমে যাওয়ার প্রভাবেই দেশের রিজার্ভ চাপে পড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) তথা দেশের সামগ্রিক লেনদেন ভারসাম্যের পরিসংখ্যানে উঠে এসেছে, আগের অর্থবছরের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে এফডিআই প্রবাহ কমেছে ৬৫ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ মার্চ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২০ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে প্রবাসীরা ১৬ দশমিক ৩৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলার রেমিট্যান্স বেশি এসেছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৯২ শতাংশ।

অন্যদিকে, প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে রপ্তানি খাত। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এলেও চলতি অর্থবছরের একই সময়ে তা ২৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সে হিসাবে অর্থবছরের প্রথম ৭ মাসে দেশে রপ্তানি আয় বেড়েছে ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

অন্যদিকে, পরপর দুই অর্থবছরে দেশের আমদানি খাত সংকুচিত হওয়ার পর চলতি অর্থবছরে আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরেছে। অর্থ পাচার ও ২০২১-২২ অর্থবছরে রেকর্ড ৮৯ বিলিয়ন ডলারের আমদানির ধাক্কায় দেশে ডলারের তীব্র সংকট সৃষ্টি হয়। এমন প্রেক্ষাপটে ২০২২-২৩ অর্থবছরের শুরু থেকেই আমদানিতে নানা শর্ত জুড়ে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে চলতি অর্থবছরে এসে সেসব শর্তের বেশির ভাগই শিথিল করা হয়েছে। এ কারণে অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২৬ শতাংশ। অর্থের পরিমাণে এ সময়ে ১২২ কোটি ডলারের পণ্য বেশি আমদানি হয়েছে। গত অর্থবছরের প্রথম সাত মাসে ৩৮ দশমিক ৮৬ ডলারের পণ্য আমদানি হয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে এ আমদানি ৪০ দশমিক ৫১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় জানা যায়, গত অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) দেশে নিট প্রত্যক্ষ বিনিয়োগ (নিট এফডিআই) এসেছিল ৯০ কোটি ডলার। চলতি অর্থবছরের একই সময়ে মাত্র ২৫ কোটি ডলার নিট এফডিআই এসেছে। সে হিসাবে এ ৭ মাসে নিট এফডিআই প্রবাহ কমেছে ৬৫ কোটি ডলার। এফডিআইয়ের পাশাপাশি এ সময়ে বিদেশি অনুদানও হ্রাস পেয়েছে ১২২ কোটি ডলারের বেশি। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৭ মাসে বিদেশি অনুদান এসেছিল ৩২৮ কোটি ডলার।

চলতি অর্থবছরের একই সময়ে তা ২০৬ কোটি ডলারে নেমে এসেছে। সে হিসাবে গত অর্থবছরের প্রথম ৭ মাসের তুলনায় অনুদান কমেছে ১২২ কোটি ডলারেরও বেশি। ২০২২ সাল-পরবর্তী সময় থেকেই দেশের সরকারি-বেসরকারি খাতে বিদেশি ঋণ প্রবাহ কমতে শুরু করে। তবে চলতি অর্থবছরে এসে এ ধারা আরও বেশি সংকুচিত হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে মাঝারি ও দীর্ঘমেয়াদি বিদেশি ঋণের প্রবাহ কমেছে প্রায় ১২৭ কোটি ডলার।

অর্থনীতিবিদদের মতে, কেবল রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি দিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধির ধারায় এগিয়ে নেয়া যাবে না। নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতিকে শক্তিশালী করতে অবশ্যই বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে হবে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিনিয়োগও বাড়াতে হবে। যেকোনো দেশে বিনিয়োগ বৃদ্ধির প্রধান শর্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু এ দুটি উপাদানই এ মুহূর্তে বাংলাদেশে অনুপস্থিত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে