ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

টানা ৩ দিন ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

২০২৫ মার্চ ২৩ ১০:১২:০৪
টানা ৩ দিন ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ডুয়া ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরদিন সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য যে, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি একই সময়ে চুয়াডাঙ্গায় ৪ ও যশোরে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ঈশ্বরদী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল, মোংলা, সাতক্ষীরা, কয়রা ও বরিশালে সামান্য থেকে ১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

এই অবস্থায় বর্ধিত ৫ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে