ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

শেয়ারবাজারে গণমাধ্যমের তালিকাভুক্তি চায় গণমাধ্যম কমিশন

২০২৫ মার্চ ২২ ২৩:০২:৪০
শেয়ারবাজারে গণমাধ্যমের তালিকাভুক্তি চায় গণমাধ্যম কমিশন

ডুয়া নিউজ: গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে গণমাধ্যম খাতে সংস্কারের জন্য একাধিক সুপারিশ করা হয়েছে। বিশেষ করে, বড় ও মাঝারি গণমাধ্যম কোম্পানিগুলোকে সাধারণ জনগণের জন্য শেয়ার ছাড়ার এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত করার সময়সীমা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা।

গণমাধ্যমে কেন্দ্রীকরণ রোধের তাগিদ

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী গণমাধ্যমে অতিরিক্ত কেন্দ্রীকরণ প্রতিরোধ করা হয়, যা বাংলাদেশেও বাস্তবায়ন করা জরুরি। এ লক্ষ্যে ক্রস-ওনারশিপ নিষিদ্ধ করতে একটি অর্ডিন্যান্স জারি করার সুপারিশ করেছে কমিশন।

কমিশনের মতে, যারা একযোগে টেলিভিশন ও সংবাদপত্রের মালিকানা ধরে রেখেছেন, তাদের যেকোনো একটি গণমাধ্যম রেখে অন্যগুলোর মালিকানা বিক্রি বা হস্তান্তর করতে হবে। একক মালিকানায় একাধিক সংবাদমাধ্যম থাকলে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হয় এবং গণমাধ্যমের স্বাধীনতা সীমাবদ্ধ হয়ে পড়ে।

গণমাধ্যমে আর্থিক স্বচ্ছতা ও কালো টাকার অনুপ্রবেশ প্রতিরোধ

কমিশন গণমাধ্যমে কালো টাকার অনুপ্রবেশ রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিবছর তাদের আয়-ব্যয়ের হিসাব উন্মুক্ত করার নির্দেশনার সুপারিশ করা হয়েছে। এছাড়া গণমাধ্যম কোম্পানিগুলোকে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

সাংবাদিকদের কর্মসংস্থান ও সুরক্ষা

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান পরিচয়পত্র ও নিয়োগপত্র ছাড়া সাংবাদিক নিয়োগ দিতে পারবে না। বিনাবেতনে কোনো সাংবাদিককে স্থায়ী, অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না। শিক্ষানবিশকাল এক বছরের বেশি হতে পারবে না, এবং স্থায়ী চাকরির ক্ষেত্রে সরকারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের মূল বেতনের সমান বেতন নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে।

কমিশন মনে করে, এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে গণমাধ্যমের স্বচ্ছতা, স্বাধীনতা এবং কর্মপরিবেশের উন্নতি হবে, যা দেশের গণতন্ত্র ও সংবাদপত্রের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর