ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে টানা তৃতীয় দিন উত্তপ্ত ঢাবি

২০২৫ মার্চ ২২ ১৭:৫৭:৩৩
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে টানা তৃতীয় দিন উত্তপ্ত ঢাবি

ঢাবি প্রতিনিধি: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গত বৃহস্পতিবার রাতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে দাবি করেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।”

এরপরই ওইদিন রাতেই বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পরের দিন শুক্রবার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ‘গণহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধকরণ মঞ্চ' নামে একটি নতুন প্লাটফর্মেরও আত্মপ্রকাশ ঘটেছে। ওইদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্লাটফর্ম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের। আজ শনিবারও বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্র অধিকার পরিষদ।

এসময় সংগঠনটির পক্ষ থেকে আওয়ামীলীগকে নিষিদ্ধ এর ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানানো হয়।

বিক্ষোভ মিছিলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য দুই হাজারেরও অধিক মানুষকে খুন করতে পারে সেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য দুই লক্ষেরও অধিক আমাদের বিপ্লবী ভাই-বোনদের খুন করতে, ঘাড় থেকে মাথা আলাদা করতে নূন্যতম কুন্ঠা বোধ করবে না।

তিনি আরও বলেন, বিপ্লবী ছাত্রজনতা যারা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসন লীগের বিরুদ্ধে বুক চেতিয়ে দিয়ে রাজপথে লড়াই করেছিল তারা এই বক্তব্য (উপদেষ্টার বক্তব্য) প্রত্যাখ্যান করেছে এবং এর নিন্দা জানাচ্ছে।

উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নাই আপনার। তাহলে কিসের পরিকল্পনা আছে আপনার? এই রক্ত এবং জীবনের বিনিময়ে আপনারা সেখানে বসেছেন। দিল্লির নির্দেশে আগামীতে এই দেশে নির্বাচন হবে সেজন্য কি আপনাদের এখানে সবানো হয়েছিল?

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে