ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলার অভিযোগ

২০২৪ ডিসেম্বর ২০ ১২:০৮:০৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলার অভিযোগ

ডুয়া নিউজ: বাগেরহাটের রামপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খালিদ হাসান নোমানের উপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে বড় কাটাখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এটি ঘটে।

এ ব্যাপারে খালিদ হাসান নোমান জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় প্রধান শিক্ষকের আমন্ত্রণে একটি প্রতিনিধি দল বিদ্যালয়ে পৌঁছে, এডাফ কমিটি গঠনের উদ্দেশ্যে বৈঠক করতে যায়। এই সময় বিএনপি ও জামায়াতের সমন্বয়ে একটি কমিটি গঠন সংক্রান্ত আলোচনা চলছিল।

তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়। আমি উল্লেখ করি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কেউ কমিটিতে থাকতে পারবে না এবং কমিটি শুধুমাত্র বিএনপি, জামায়াত ও সুশীল সমাজের সমন্বয়ে গঠিত হবে। এর পরপরই সোহাগ আকন, শামীম এবং অজ্ঞাত ৩০-৪০ জন হামলা চালায়, আমাদের টানাহেঁচড়া করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে