ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

যে শর্তে মুক্তি পেতে পারেন ইমরান খান

২০২৫ মার্চ ২২ ১৬:৫৮:১৭
যে শর্তে মুক্তি পেতে পারেন ইমরান খান

ডুয়া নিউজ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির শর্ত দিল দেশটির সরকার। ২০২৩ সালের ৯ মে পাকিস্তানে দাঙ্গার ঘটনায় তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান আন্তরিকভাবে ক্ষমা চাইলে তাকে মুক্তি সম্ভব বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এ কথা বলেছেন। ইমরান খানকে গ্রেফতারের পর ওই দিন তার সমর্থকরা বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়।

ওই দাঙ্গার ঘটনার জন্য পিটিআইকে দায়ী করা হলেও তা অস্বীকার করে আসছে পিটিআই।

সম্প্রতি জিও নিউজের জিরগা অনুষ্ঠানে সানাউল্লাহ বলেন, “ইমরান খান দেশকে রাজনৈতিক অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছেন। কারণ তিনি মনে করেন যে তার কার্যক্রমের মাধ্যমে বিপ্লব আনতে পারবেন। কিন্তু না, বিপ্লবের কোনো সম্ভাবনা নেই।”

৯ মের জন্য ক্ষমা চাইলে কি খানের মুক্তি সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে রানা সানাউল্লাহ বলেন, “আমি মনে করি ৯ মে তারিখের জন্য যদি তিনি ক্ষমা চান, তাহলে আলোচনা এগিয়ে যেতে পারে অথবা হয়তো আমরা কথা বলতে পারি।”

এর আগে তিনি বলেছিলেন, “আদালত যদি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে মুক্তি দেয় তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের কোনো আপত্তি থাকবে না।”

প্রসঙ্গত, গত এক বছরেরও বেশি সময় ধরে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান।

সূত্র: জিও নিউজ

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে