ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

যে সংগঠনকে ‘ভুয়া’ আখ্যা দিলেন রুহুল কবির রিজভী

২০২৫ মার্চ ২২ ১৬:৪৫:২৯
যে সংগঠনকে ‘ভুয়া’ আখ্যা দিলেন রুহুল কবির রিজভী

ডুয়া নিউজ : একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ ‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন করে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে রুহুল কবির রিজভী জানান, “তথাকথিত এই সংগঠনটি রবিবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে।”

সংগঠনটিকে অবৈধ আখ্যায়িত করে এর সঙ্গে কোনও ধরনের সম্পর্ক না রাখতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, “যাদের সঙ্গে এই সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে