ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

পৃথিবীর ঘূর্ণনশক্তি দিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ; নতুন কৌশল আবিষ্কার

২০২৫ মার্চ ২২ ১৬:৩৩:৪১
পৃথিবীর ঘূর্ণনশক্তি দিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ; নতুন কৌশল আবিষ্কার

ডুয়া ডেস্ক : যত দিন যাচ্ছে ততই নতুন নতুন আবিষ্কার করে সাড়া ফেলে দিচ্ছেন বিজ্ঞানীরা। এবার পৃথিবীর ঘূর্ণনশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের নতুন কৌশল আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। তবে সে সময় বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। এবার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই ধারণাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে সিলিন্ডারযুক্ত একটি বিশেষ যন্ত্র তৈরি করেছেন। তাদের দাবি, যন্ত্রটি পৃথিবীর ঘূর্ণনশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

বিজ্ঞানীরা ম্যাংগানিজ-জিংক ফেরাইট দিয়ে তৈরি এক ফুট লম্বা যন্ত্রটির কার্যকারিতা ইতোমধ্যে পরীক্ষা করেছেন। তাদের দাবি, যন্ত্রটি পৃথিবীর ঘূর্ণনশক্তি ব্যবহার করে ১৭ মাইক্রো ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করেছে। বিদ্যুৎ উৎপাদনের এই নতুন কৌশল ফিজিক্যাল রিভিউ রিসার্চ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

পৃথিবীর ঘূর্ণনশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের নতুন কৌশল সম্পর্কে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ক্রিস্টোফার সাইবা বলেন, “পৃথিবীর পৃষ্ঠের সাপেক্ষে স্থির থাকা কোনো পরিবাহী তার চৌম্বকক্ষেত্র থেকে শক্তি উৎপন্ন করতে পারে না—এই ধারণাকে ভুল প্রমাণ করেছে যন্ত্রটি।”

সূত্র: পপুলার মেকানিকস ডট কম

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে