ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

সুন্দরবনে আগুন, ৮ ঘণ্টায় সম্ভব হয়নি নেভানো

২০২৫ মার্চ ২২ ১৫:৫৭:২২
সুন্দরবনে আগুন, ৮ ঘণ্টায় সম্ভব হয়নি নেভানো

ডুয়া ডেস্ক: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় শনিবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এ আগুন দুপুর ৩টা নাগাদ রিপোর্ট লেখা পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রায় ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নেভানোর ক্ষেত্রে পর্যাপ্ত পানির অভাবে বনরক্ষীরা সংগ্রাম করছেন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ারলাইন কেটে কাজ চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকাবাসী প্রথমে টেপারবিল এলাকায় ধোঁয়া ওঠতে দেখে এবং বনরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর জানা যায়, আগুন বনের খাল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে লেগেছে, যার কারণে পানির উৎসের অভাবের কারণে আগুন নিয়ন্ত্রণে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। আগুন যাতে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে। সে জন্য চারপাশে ফায়ারলাইন কাটা হচ্ছে। খালে জোয়ার আসলে নৌপথে পানির পাম্প নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বনরক্ষীরা।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, আশেপাশে পানির কোনো উৎস নেই এবং বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে আগুন লেগেছে। খালে জোয়ার আসলে নৌপথে পানির পাম্প নিয়ে নেভানোর চেষ্টা করা হবে।

এদিকে ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া জানান, সকালে স্থানীয়রা আগুনের ধোঁয়া দেখে বিষয়টি বনরক্ষীদের জানায়। পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম জানান, সুন্দরবনে আগুন লাগার বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে