ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ইতালির যে শহরে বসবাস করলে মিলবে ১ কোটি ৩১ লাখ টাকা

২০২৫ মার্চ ২২ ১২:৩১:৫৯
ইতালির যে শহরে বসবাস করলে মিলবে ১ কোটি ৩১ লাখ টাকা

ডুয়া ডেস্ক: বাড়ির দরজা খুললেই আপনি দেখতে পাবেন স্কি রিসোর্ট, আঙুরের খেত বা থার্মাল স্প্রিং—এমন এক স্থান আপনি খুঁজে পেতে পারেন ইতালির ট্রেনটিনো প্রদেশে।

ইতালির উত্তরাঞ্চল ট্রেনটিনো বা আনুষ্ঠানিকভাবে ট্রেন্টো প্রদেশ হিসেবে পরিচিত, যেখানে রয়েছে ডলোমাইট আল্পস পর্বতমালা। এই প্রদেশে এমন অনেক পরিত্যক্ত বাড়ি রয়েছে, যা পুনরুদ্ধার করার জন্য এক লাখ ইউরো (প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা) দেওয়া হচ্ছে। বিদেশিরাও এই সুযোগ গ্রহণ করতে পারবেন। সিএনএনের রিপোর্ট অনুযায়ী, এসব বাড়ি সংস্কারের জন্য ৮৮ হাজার ইউরো অনুদান এবং বাড়ি কেনার জন্য ২০ হাজার ইউরো দেয়া হবে।

যারা এই প্রদেশে বসবাস করতে চান তাদের অবশ্যই একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে, যার মধ্যে ১০ বছর সেখানে থাকতে হবে। যদি তারা এই শর্ত পূরণ না করেন তবে অনুদানের অর্থ ফেরত দিতে হবে।

এটি ট্রেনটিনো প্রদেশের ৩৩টি শহরে বাস্তবায়িত হবে এবং শিগগিরই এটি সরকারের অনুমোদন পাবে। সিএনএন জানায়, এই শহরগুলোর মধ্যে জনসংখ্যা অনেক কমে গেছে, এমনকি কিছু জায়গায় পরিত্যক্ত বাড়ির সংখ্যা পর্যন্ত বেশি।

ইতালির গ্রামীণ এলাকার জনসংখ্যা ক্রমশ কমছে। বিশেষ করে যুবক-যুবতীরা কাজের উদ্দেশ্যে শহর ছেড়ে চলে যাচ্ছে। গ্রামাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির জন্য ইতালির সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৪ সালের বাজেটে এমন এলাকায় জনসংখ্যা বাড়ানোর জন্য ৩ কোটি ইউরোর একটি তহবিলও বরাদ্দ করা হয়েছে এবং পাঁচ হাজারের কম জনসংখ্যার মিউনিসিপ্যালিটিগুলোর জন্য অনুদান দেওয়া হবে।

ট্রেনটিনো প্রদেশের প্রেসিডেন্ট মাওরিজিও ফুগাতি বলেছেন, "আমাদের প্রধান লক্ষ্য হলো এই সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক সংহতি প্রচার করা।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে