ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশির প্রবেশ প্রত্যাখ্যান, বিমানবন্দরে আটক

২০২৫ মার্চ ২১ ১৬:৩২:২৬
মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশির প্রবেশ প্রত্যাখ্যান, বিমানবন্দরে আটক

ডুয়া ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেরপিএস) ৫১ বাংলাদেশিকে আটক করেছে। সংস্থাটি জানায়, আটককৃতরা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল। প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের প্রবেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে এসব বাংলাদেশিকে আটক করা হয়। শুক্রবার এক বিবৃতিতে একেরপিএস জানায়, টার্মিনাল-১ এ ৬৭ বিদেশির ওপর তল্লাশি চালানো হয়, যার মধ্যে ৫১ জন বিভিন্ন অপরাধে জড়িত ছিল। পরে তাদের তদন্তের জন্য অপারেশন অফিসে নেওয়া হয়।

পরীক্ষায় দেখা যায়, তারা ভুয়া হোটেল বুকিং ডকুমেন্ট ব্যবহার ও অভিবাসন চেক এড়ানোর চেষ্টা করেছিল। একেরপিএস আরও জানায়, এই ৫১ জন ইমিগ্রেশন আইন ১৯৫৯ / ৬৩ এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাননি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব ব্যক্তির কাছে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য ছিল না এবং তারা তাদের অবস্থানের সঠিক কারণ ব্যাখ্যা করতে পারেননি। কয়েকজন স্বীকার করেছেন, তারা মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে এসেছিলেন।

এই ৫১ বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে পাঠানো হবে বলে জানানো হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে