ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ঢাবিতে বিক্ষোভ, আ’লীগকে নিষিদ্ধের দাবি

২০২৫ মার্চ ২১ ১৬:১৭:৫৬
ঢাবিতে বিক্ষোভ, আ’লীগকে নিষিদ্ধের দাবি

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ইনকিলাব মঞ্চ বিক্ষোভ মিছিল করেছে। আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়।

এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যেমন- ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি। তারা দাবি করেন যে, আওয়ামী লীগের এই মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই এবং অবিলম্বে গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করা উচিত।

এর আগে বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ এই বক্তব্য প্রত্যাখান করেছে, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা রয়েছে। এরপরও গতকাল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একদল শিক্ষার্থী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে