ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিপ্লবীদের হত্যার বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

২০২৪ ডিসেম্বর ২০ ১০:৫১:৫৫
বিপ্লবীদের হত্যার বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

ডুয়া নিউজ: দেশের বিভিন্ন স্থানে বিপ্লবী ছাত্রদের গুপ্তহত্যার তদন্ত, বিচার এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এর আগে, প্রতিবাদকারী শিক্ষার্থীরা সন্ত্রাসীদের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

বিক্ষোভের সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়, যার মধ্যে ছিল ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিপ্লবীরা এক হও’, ‘ফ্যাসিবাদ রুখে দাও’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘আওয়ামী লীগের ঠিকানা, স্বৈরাচারের ঠিকানা’, ‘এই বাংলাতে হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ বলেন, “পতিত আওয়ামী লীগ, আমলা, ছাত্রলীগ এখনও বাংলার জমিনে রয়ে গেছে। তারা ষড়যন্ত্র করছে এবং বিপ্লবীদের আহত ও খুন করার চেষ্টা করছে। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।”

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানজিল মন্তব্য করেন, “সারা দেশে বিপ্লবীদের চিহ্নিত করে আহত ও নিহত করা হচ্ছে। এ অবস্থায় বিপ্লবীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার যদি বিপ্লবীদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে বিপ্লবের সুফল কীভাবে আসবে? এই সরকারের ওপর আস্থা থাকা উচিত, কিন্তু যদি তা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ফের ২৪-এর গণঅভ্যুত্থানের মতো রাস্তায় নেমে আসতে হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে