ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

আজ যেসব বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

২০২৫ মার্চ ২১ ১০:৪৭:৫৭
আজ যেসব বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

ডুয়া ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার (২১ মার্চ) দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২১ মার্চ) সকাল ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এতে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দিনের তাপমাত্রা তেমন পরিবর্তিত না হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানিয়েছে, আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে