ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ঈদযাত্রায় উত্তরাঞ্চলের সড়কে ৫০ পয়েন্টে যানজটের শঙ্কা

২০২৫ মার্চ ২১ ১০:২৯:৪১
ঈদযাত্রায় উত্তরাঞ্চলের সড়কে ৫০ পয়েন্টে যানজটের শঙ্কা

ডুয়া ডেস্ক : এবারের ঈদযাত্রায় উত্তরাঞ্চলের মহাসড়কে অন্তত ৫০টি স্থানে যানজটের শঙ্কা তৈরি হয়েছে। তবে সড়ক বিভাগ জানিয়েছে, যেসব স্থানে নির্মাণকাজ চলছে, সেখানে বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে অতিরিক্ত জনবল নিয়োগের কথাও জানিয়েছে হাইওয়ে পুলিশ। তবে ইজিবাইকের দৌরাত্ম্য, রাস্তার ওপর বাজার বসানো, অবৈধ যানবাহন স্ট্যান্ড এবং ভাঙ্গা ও সরু রাস্তার মতো সমস্যাগুলো নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ রয়ে গেছে।

সাধারণ সময়ে যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ২১ হাজার যানবাহন চলাচল করলেও, ঈদের সময় এই সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি হয়ে যায়। গত বছরের ঈদ মৌসুমে একদিনে ৫৬ হাজার যানবাহন যমুনা সেতু পাড়ি দিয়েছিল।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সিরাজগঞ্জের জোড়া ব্রিজ ও হাটিকুমরুল গোলচত্বর, বগুড়ার চান্দাইকোনা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ-পলাশবাড়ীসহ উত্তরাঞ্চলের অন্তত ৫০টি পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। তবে ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাসেক সড়ক নির্মাণ প্রকল্পের পরামর্শক হারুন অর রশিদ জানিয়েছেন, ফ্লাইওভারসহ বিভিন্ন নির্মাণকাজ চলমান থাকলেও পাশেই বিকল্প সড়ক চালু করা হয়েছে।

এদিকে, যাত্রীদের অভিযোগ রাস্তার ওপর হাট-বাজার, অবৈধ স্ট্যান্ড এবং অতিরিক্ত যানবাহনের কারণে তাদের ভোগান্তি পোহাতে হয়।

বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ জানিয়েছেন, উত্তরাঞ্চলের ৪৩৩ কিলোমিটার মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৪ হাজার পুলিশ সদস্য কাজ করবেন। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে