ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্রে বসে বড় সুখবর পেলেন সাকিব

২০২৫ মার্চ ২০ ২৩:০৭:১৭
যুক্তরাষ্ট্রে বসে বড় সুখবর পেলেন সাকিব

ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্রে বসে অনেক প্রতীক্ষার পর সুখবর পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার অবশেষে সব ধরনের ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেয়েছেন।

টানা দুবার বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ইংল্যান্ডের লাফবোরোতে তৃতীয় পরীক্ষায় সফলতা অর্জন করেন তিনি।

সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির তত্ত্বাবধানে কঠোর পরিশ্রমের পর এই সাফল্য আসে। সারে কাউন্টির ইনডোরে অনুশীলনের পর তিনি লাফবোরোতে পরীক্ষায় অংশ নেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব কোন লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন, তা এখনও নিশ্চিত হয়নি।

এবার পরীক্ষার সময় তার শৈশবের বন্ধু সিরাজ উল্লাহ খাদেমও ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে লাফবোরোতে প্রথমবার ও চেন্নাইয়ে দ্বিতীয়বার বোলিং পরীক্ষায় ব্যর্থ হন সাকিব। এরপর সারের সহযোগিতায় নিবিড়ভাবে কাজ করে তৃতীয় দফায় সফলতা পান। এখন থেকে তিনি ইংল্যান্ডের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন প্রথমবার প্রশ্নবিদ্ধ হয়।

মাঠের আম্পায়ার তার অ্যাকশন অবৈধ ঘোষণা করলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে নিষিদ্ধ করে, যা পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও বহাল রাখে।

এর ফলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েন তিনি। তবে এখন নিষেধাজ্ঞা কাটিয়ে বোলিংয়ে ফেরার অনুমতি পাওয়ায় নতুন উদ্যমে মাঠে নামতে প্রস্তুত সাকিব।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে