ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

ভারত সরকারের বিরুদ্ধে এক্সের মামলা

২০২৫ মার্চ ২০ ২৩:০০:০২
ভারত সরকারের বিরুদ্ধে এক্সের মামলা

ডুয়া ডেস্ক : ভারত সরকারের বিরুদ্ধে মামলা করল বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার)। দেশটির কর্ণাটক হাইকোর্টে এই মামলা দায়ের করেছে প্রতিষ্ঠানটি।

অভিযোগ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকারের বিরুদ্ধে। তারা বলছেন, সরকার তথ্যপ্রযুক্তি আইনের (আইটি অ্যাক্ট) অপব্যবহার করে বেআইনিভাবে কনটেন্ট নিয়ন্ত্রণ করছে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মামলার আর্জিতে উল্লেখ করেছে এক্স উল্লেখ করেছে, ভারত সরকার তথ্যপ্রযুক্তি আইনের (আইটি অ্যাক্ট) ৭৯(৩)(খ) ধারাটি ব্যবহার করে অনলাইন কনটেন্টের ওপর ‘অবাধ সেন্সরশিপ’ চালাচ্ছে। তাঁদের যুক্তি অনুযায়ী, কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে যথাযথ ও বিধিসম্মত আইনি প্রক্রিয়া হচ্ছে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারাটি অনুসরণ করা।

ভারতের তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৯এ ধারায় কনটেন্ট ব্লক করার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অনলাইন কনটেন্টের সুরক্ষা নিশ্চিত করতে বিচারিক পর্যালোচনারও সুযোগ রয়েছে। এই কারণে সরকারের পক্ষে ইচ্ছেমতো অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ২০১৫ সালে ভারতের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) শ্রেয়া সিঙ্গাল মামলার রায়ে এই ধারাটির বিষয়ে মন্তব্য করেছে।

ভারতের তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৯এ ধারায় কনটেন্ট ব্লক করার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত রয়েছে। এছাড়া অনলাইন কনটেন্টের সুরক্ষা নিশ্চিত করতে বিচারিক পর্যালোচনারও সুযোগ আছে। এ কারণে এই ধারার অধীনে সরকার ইচ্ছেমতো অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারে না। ২০১৫ সালে ভারতের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) শ্রেয়া সিঙ্গাল মামলার রায়ে এই ধারার বিষয়ে মন্তব্য করেছে।

তবে এক্সের দাবি, মোদি সরকার ৬৯এ ধারার পরিবর্তে তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(খ) ধারাটি ব্যবহার করছে কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে। তাঁদের মতে, ৭৯(৩)(খ) ধারার প্রয়োগের মাধ্যমে ভারতে তথ্যের ওপর ব্যাপক ও অবাধ সেন্সরশিপ চালানো হচ্ছে। কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য এই ধারার ব্যবহার বেআইনি হিসেবে উল্লেখ করে তারা বলছে, এটি সরকারকে ইচ্ছেমতো সেন্সরশিপ প্রয়োগের সুযোগ প্রদান করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে