ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজশাহী বিশ্বাবদ্যালয় প্রেস ক্লাবের বর্ণাঢ্য বর্ষপূর্তি অনুষ্ঠান

২০২৪ ডিসেম্বর ২০ ১০:৪০:০৭
রাজশাহী বিশ্বাবদ্যালয় প্রেস ক্লাবের বর্ণাঢ্য বর্ষপূর্তি অনুষ্ঠান

ডুয়া নিউজ: বণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন—রাবি প্রেস ক্লাব তার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সকাল সাড়ে ৯টায় প্রেস ক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ‘জুলাই বিপ্লবোত্তর গণমাধ্যমের সংস্কার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের জামিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান এবং প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ড. আমজাদ হোসেন।

অন্যান্য অতিথির মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার ও শেরে-বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. শরিফুল ইসলাম ছিলেন।

আলোচনার পর বর্ষসেরা প্রতিবেদক হিসেবে ৫টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদক হন বাংলাভিশনের সৈয়দ সাকিব, অনুসন্ধানী ক্যাটাগরিতে দৈনিক মানবজমিনের মারুফ হোসেন মিশন, স্পেশাল নিউজে দৈনিক বণিক বার্তার আবু ছালেহ শোয়েব, ডেইলি ইভেন্ট ক্যাটাগরিতে দৈনিক যায় যায় দিনের ফজলে রাব্বি পরশ এবং উদীয়মান ক্যাটাগরিতে দৈনিক আমাদের বার্তার ফাহমিদুর রহমান ফাহিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব সাংবাদিকদের ভূমিকার ওপর আলোকপাত করে বলেন, সাংবাদিকরা সমাজের দৃষ্টি নিবন্ধক। বিশেষ করে জুলাই বিপ্লবে ক্যাম্পাস সাংবাদিকতার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিকেলে প্রেস ক্লাবের সাবেক সদস্যদের সঙ্গে স্মৃতিচারণ ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সাবেক ও বর্তমান সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে