ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

জীবনবৃত্তান্তে ভুয়া যোগ্যতা দিয়ে ডব্লিউএইচও’তে চাকরি; পুতুলের বিরুদ্ধে মামলা

২০২৫ মার্চ ২০ ২১:৪৭:১৭
জীবনবৃত্তান্তে ভুয়া যোগ্যতা দিয়ে ডব্লিউএইচও’তে চাকরি; পুতুলের বিরুদ্ধে মামলা

ডুয়া নিউজ : মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। জীবনবৃত্তান্তে মিথ্যা ও ভুয়া যোগ্যতা দেখানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া, অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনোবীল হক বাদী হয়ে মামলা দু্টি দায়ের করেন। সংস্থার উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আরেকটি মামলায় পুতুলের বিরুদ্ধে সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকেও অভিযুক্ত করেছে দুদক।

উল্লেখ্য, সিএসআর খাতটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের অন্তর্ভুক্ত ব্যাংকগুলোর জন্য কার্যকর।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে