ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন প্রেস সচিব

২০২৫ মার্চ ২০ ১৯:৫৪:০৪
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন প্রেস সচিব

ডুয়া নিউজ : গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক প্রোপাগাণ্ডা ও মিথ্যা তথ্য ছড়ায় দেশটি। এছাড়াও তথাকথিত সংখ্যালঘু নির্যাতন ও রাজনৈতিক অস্থিরতার অজুহাতে বাংলাদেশিদের জন্য ভিসাও বন্ধ করে দেয় দেশটি। এরপর অল্প পরিমাণ চিকিৎসা ভিসা দেওয়া শুরু করে।

তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সাত মাসে অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের বাণিজ্য আরও বেড়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, “আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে এই সাত মাসে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো। তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, সেটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে।”

শফিকুল আলম বলেন, “আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই। অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে