ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

সৌদির প্রস্তাবে আফ্রিকার দেশের ‘না’

২০২৫ মার্চ ২০ ১৭:০৪:২২
সৌদির প্রস্তাবে আফ্রিকার দেশের ‘না’

ডুয়া ডেস্ক : আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ২০০ মসজিদ তৈরি করে দিতে চেয়েছিল সৌদি আরব। তবে দেশটির সেই প্রস্তাবে রাজি হননি বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে মসজিদ নয়, স্কুল ও হাসপাতালের মতো স্থাপনা তাদের বেশি প্রয়োজন।’

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট বলেন, “আমরা সৌদি আরবকে অনুরোধ করবো আমাদের জনগণের জন্য আরও গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে যেন বিনিয়োগ করে। যেমন স্কুল, হাসপাতাল কিংবা অন্যান্য অবকাঠামো যা কর্মসংস্থান বৃদ্ধি করবে।”

ইব্রাহিম ত্রাওরে বলেন, “ইতিমধ্যে বুরকিনা ফাসোতে অনেক মসজিদ রয়েছে। অনেক মসজিদে মানুষও হয়না। তাই এখন এমন স্থাপনা দরকার যা দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে।”

তার প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে। পাবলিক নির্মাণকাজ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাপনা ও সরবরাহ তিনি নিজেই সরাসরি পর্যবেক্ষণ করছেন। এছাড়া আবাসন সংকট সমাধানে কাজ করছেন তিনি। ২০২৪ সালের ১২ জুলাই তিনি এক হাজার সামাজিক আবাসন ইউনিট নির্মাণের ঘোষণা দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে