ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে অব্যাহতি

২০২৪ ডিসেম্বর ১৯ ২৩:৩২:৪২
আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে অব্যাহতি

ডুয়া নিউজ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খানকে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৌলিক বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী এ এস এম কাসেমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা ট্রেজারার আবু হেনা মোস্তফা কামাল খানের বিরুদ্ধে অব্যাহতির দাবি জানান। তারা ৩১ ডিসেম্বরের মধ্যে তার নিয়োগ বাতিল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এর ফলে আজ নতুন ট্রেজারারের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

গত ২৬ নভেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ১ ডিসেম্বর শিক্ষকেরা তাকে 'অবাঞ্ছিত' ঘোষণা করে ক্যাম্পাসে প্রতিবাদ জানান এবং ১২৮ জন শিক্ষক প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন। ২৬ নভেম্বর রাতে নতুন ট্রেজারার ক্যাম্পাসে যোগদান করতে এলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে তাকে ফিরে যেতে হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে