ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

ছত্তিশগড়ে অভিযানে ভারতীয় এক জওয়ানসহ নিহত ২৩

২০২৫ মার্চ ২০ ১৬:১৪:০২
ছত্তিশগড়ে অভিযানে ভারতীয় এক জওয়ানসহ নিহত ২৩

ডুয়া ডেস্ক: ভারতের ছত্তিশগড়ে একটি অভিযান চলাকালীন বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এতে ভারতীয় পুলিশের এক জওয়ানসহ অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছেন। ভারতের এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ছত্তিশগড়ের বিজাপুর এবং কাকের জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে মাওবাদীদের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ২২ জন মাওবাদী এবং এক পুলিশ জওয়ান নিহত হন। এছাড়া আরও দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন। ছত্তিশগঢ় পুলিশের দাবি, সকাল ৭টার দিকে দন্তেওয়াড়া জেলার সীমানায় বিজাপুরের গঙ্গালুর এলারায় পাহাড়ি এবং জঙ্গলঘেরা এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮ জন মাওবাদী নিহত হন। অন্যদিকে কাকের জেলায় পৃথক সংঘর্ষে আরও চার মাওবাদী নিহত হয়।

এটি নতুন নয়, এর আগেও গত ৯ ফেব্রুয়ারি বিজাপুরে সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছিলেন। গত ১৯ জানুয়ারি থেকে ছত্তীসগঢ়, মহারাষ্ট্র ও ওড়িশার মধ্যে একটি আন্তঃরাজ্য অভিযান শুরু হয়, যেখানে এখন পর্যন্ত দুই শতাধিক মাওবাদী নিহত হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে