ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

প্রভোস্টের উদ্যোগে কুবিতে ঈদ উপহার বিতরণ

২০২৫ মার্চ ২০ ১৫:৩৭:২০
প্রভোস্টের উদ্যোগে কুবিতে ঈদ উপহার বিতরণ

ডুয়া নিউজ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খানের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার প্রদান করা হয়েছে হলটির কর্মচারীদের মধ্যে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১:৩০ টার দিকে বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খানের তত্ত্বাবধানে হলের সকল কর্মচারী এবং অন্যান্য চার হলের ডাইনিং কর্মচারীদের মাঝে মোট ৩০টি পাঞ্জাবি ও ১০টি শাড়ি ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম উপস্থিত ছিলেন।

বিজয় ২৪ হলের কর্মচারি জগন্নাথ চন্দ্র বলেন, 'আজকে আমাদের পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। এমন উদ্যোগ আগে কেউ নেননি। আমরা এগুলো পেয়ে খুবই খুশি এবং আনন্দিত। প্রতিবছর যদি এমন উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কাজের প্রতি আরও উৎসাহ এবং আনন্দ অনুভব হবে।'

বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, 'আমরা যেন তাদের সাথে ঈদের খুশি ভাগ করে নিতে পারি, সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কারণ তারা আমাদের শিক্ষার্থীদের সেবা করার পাশাপাশি আমাদেরও সেবা দেন। ঈদ উপলক্ষে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে চেয়েছি।'

তিনি আরও বলেন, 'প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র বিজয় ২৪ হলের কর্মচারীদের উপহার দেবো, কিন্তু পরে কয়েকটি মাধ্যম থেকে তহবিল সংগ্রহ করে পাঁচটি হলের কর্মচারীদের জন্য উপহার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। কাপড়ের মান নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং মহিলাদের জন্যও কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি, যাতে তারা ঈদের কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেন।'

প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, 'এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য প্রভোস্ট স্যারের প্রতি ধন্যবাদ জানাই। সবাই যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, এ জন্য আমরা কৃতজ্ঞ।'

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে