ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

৬ কোম্পা‌নির চাপে শেয়ারবাজারে পতন

২০২৫ মার্চ ২০ ১৫:১১:৩০
৬ কোম্পা‌নির চাপে শেয়ারবাজারে পতন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতনের ধারা অব্যহত রয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ৫ দশমিক ৬৬ পয়েন্ট। এদিন শেয়ারবাজারকে টেনে নামিয়েছে ৬ কোম্পানি। লংকাবাংলা ফাইন্যান্স পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার কারণে এদিন ডিএসইর সূচক কমেছে ১১ দশমিক ০৫ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক টেনে নামানোর প্রথম স্থানে ছিল ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক। আজ ব্যাংকটির শেয়ার দর কমেছে ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৪ দশমিক ৬০ পয়েন্ট।

ডিএসইর সূচক পতনের ভুমিকায় আজ দ্বিতীয় স্থানে ছিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর কমেছে ৫০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ১ দশমিক ৮১ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচক টেনে নামানোর প্রক্রিয়ায় অন্যান্য কোম্পানির মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশের দায় ছিল ১ দশমিক ৩৯ পয়েন্ট, ইসলামী ব্যাংকের ১ দশমিক ১৯ পয়েন্ট, ব্রাক ব্যাংকের ১ দশমিক ০৬ পয়েন্ট এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১ দশমিক ০০ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে