ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার: সূচকের পতন দিয়েই শেষ হলো সপ্তাহ

২০২৫ মার্চ ২০ ১৪:৪০:৪৪
শেয়ারবাজার: সূচকের পতন দিয়েই শেষ হলো সপ্তাহ

ডুয়া ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ মার্চ) উত্থান দিয়ে শুরু হলেও দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনের মধ্য দিয়েই শেষ হয়েছে লেনদেন। তবে উভয় শেয়ারবাজারে বেড়েছে লেনদেনের পরিমান। ডিএসই ও সিএসই সূত্রে এই জানা গেছে।

আজ লেনদেন শুরুর আধা ঘন্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ১২ দশমিক ৩৭ পয়েন্ট। একই সময়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল ৫ দশমিক ০৫ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে জানা যায়, আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতন হয়েছে ৫.৬৬ পয়েন্ট। আগের কর্মদিবস বুধবার প্রধান সূচক কমেছিল ২.৯৩ পয়েন্ট।

এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস শূন্য দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ দশমিক ০২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৭ দশমিক ৮৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৮২ কোটি ৫১ লাখ টাকার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৯৪ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫৯ দশমিক ৪৫ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ১ দশমিক ৮০ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর