ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হামলায় রুয়েটের ১৫ শিক্ষার্থী আহত, গ্রেপ্তার ২

২০২৪ ডিসেম্বর ১৯ ২১:৪৬:০৭
হামলায় রুয়েটের ১৫ শিক্ষার্থী আহত, গ্রেপ্তার ২

ডুয়া নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় স্থানীয় দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটির পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে পরিণত হয়।

এতে অন্তত ১৫ জন রুয়েট শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে ৫ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সংঘর্ষে দুই স্থানীয় ব্যক্তি গুরুতর আহত হন, এবং পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে।

সূত্র জানায়, রুয়েট শিক্ষার্থী রকি ও শুভ পদ্মা আবাসিকের হাজির মোড়ে একটি দোকানে কেনাকাটা করতে যায়। কেনাকাটা শেষে বিল দিতে গিয়ে ৫০০ টাকার নোট দিলে দোকানী খুচরা না থাকায় তাদের আরো জিনিস কেনার জন্য বলেন। কিন্তু তারা আরও জিনিস কিনতে রাজি না হওয়ায় দোকানী তাদের সাথে বাজে আচরণ করে। রকি যখন বলে "পাগল নাকি!", দোকানী বের হয়ে এসে গলা চেপে ধরে ও গালাগালি করে এবং তাদের মারধর করে। শুভর মাথায় বাশ দিয়ে আঘাত করা হয়, ফলে তার মাথা ফেটে যায়। তারা কল করে বন্ধুদের ডাকলে রুয়েটের ৬০-৭০ জন শিক্ষার্থী ও অধ্যাপকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও সেনাবাহিনীও উপস্থিত হয়। এক সময় স্থানীয় সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর রড, চাপাতি, রামদা নিয়ে আক্রমণ করে, এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

রুয়েট অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন বাঁদি হয়ে মতিহার থানায় ৫ জন নাম উল্লেখ্য ও ৫০ জন অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত তারা মামলা চালিয়ে যাবে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানী জানান, ছোট ঘটনা থেকে সংঘর্ষ শুরু হয়েছে। এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যান এবং এটা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। উত্তেজনা ছড়িয়ে পড়ায় তারা দোকানপাট লাগিয়ে বাসায় অবস্থান নিয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মতিউর রহমান বলেন, সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে