ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

শেয়ার কারসাজিতে ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৮০ কোটি টাকা জরিমানা

২০২৫ মার্চ ২০ ১১:২৬:৪০
শেয়ার কারসাজিতে ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৮০ কোটি টাকা জরিমানা

ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফেব্রুয়ারিতে তিনটি তালিকাভুক্ত কোম্পানি—সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ফাইন ফুডস ও ফরচুন শুজ লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগে ১২ জন ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে মোট ৭৯ কোটি ৯২ লাখ টাকা জরিমানা করেছে।

জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: মো. আবুল খায়ের ১১ কোটি ০১ লাখ টাকা, আবুল কালাম মাতবর ৭ কোটি ২১ লাখ টাকা, কাজী সাদিয়া হাসান ২৫ কোটি ০২ লাখ টাকা, কনিকা আফরোজ ১৯ কোটি ০১ লাখ টাকা, কাজী ফরিদ হাসান ৩৫ লাখ টাকা, কাজী ফুয়াদ হাসান ৩৫ লাখ টাকা, ডিআইটি কো-অপারেটিভ ৫ কোটি টাকা, মোহাম্মদ শামসুল আলম ৫৭ লাখ ৫০ হাজার টাকা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১ লাখ টাকা, সাজিয়া জেসমিন ৪৯ লাখ টাকা, সুলতানা পারভীন ১১ লাখ টাকা, এএএ এগ্রো এন্টারপ্রাইজ ৭৫ লাখ টাকা, আরবিম টেকনো ২৩ লাখ টাকা, মো. ফরিদ আহমেদ ১ লাখ টাকার জরিমানা।

সোনালী পেপার: সোনালী পেপারের শেয়ার কারসাজির অভিযোগে ৬ জনকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তদন্তের সময় মো. আবুল খায়ের ও তার সহযোগীরা সোনালী পেপারের ৭ লাখ ৩৭ হাজার ৭১টি শেয়ার ক্রয় করেন, যা কোম্পানির মোট শেয়ারের ১১.২৭ শতাংশ। তাদের ক্যাপিটাল গেইন ছিল ৭২ লাখ টাকা এবং আনরিয়ালাইজড গেইন ৯ লাখ ৩০ হাজার টাকা।

ফাইন ফুডস: ফাইন ফুডস লিমিটেডের শেয়ারের দাম কারসাজির জন্য বিএসইসি ৪ জন বিনিয়োগকারী এবং ২ প্রতিষ্ঠানকে ১ কোটি ৯৬ লাখ টাকা জরিমানা করেছে। প্রধান কারসাজিকারী মোহাম্মদ শামসুল আলমকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরও জরিমানা করা হয়েছে। বিএসইসি তদন্তের মাধ্যমে নিশ্চিত করেছে যে, তারা বাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর চেষ্টা করেছিল।

ফরচুন শুজ: ফরচুন শুজের শেয়ারের দাম কারসাজির অভিযোগে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৭৭ কোটি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মো. আবুল খায়ের ও তার সহযোগীরা ফরচুন শুজের ১ কোটি ৭১ লাখ শেয়ার ক্রয় করেন এবং তদন্তকালীন সময়ে তারা ৭৭ কোটি ১৫ লাখ টাকা ক্যাপিটাল গেইন করেন। তাদের আনরিয়ালাইজড গেইন ৪২ কোটি ৩৮ লাখ টাকা ছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে