ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বিস্ময়কর ঘটনার অপেক্ষায় মুসলিম বিশ্ব

এক বছরে তিন ঈদ, রমজান দুই মাস!

২০২৫ মার্চ ১৯ ২৩:৪৪:৩৫
এক বছরে তিন ঈদ, রমজান দুই মাস!

ডুয়া নিউজ: প্রতি বছর মুসলিম ধর্মাবলম্বীরা দুটি ঈদ উদযাপন করেন এবং রমজান মাস একবারই আসে। তবে ২০৩০ সালে ঘটতে যাচ্ছে এক ব্যতিক্রমী ঘটনা—সেই বছরে মুসলমানরা তিনটি ঈদ পালন করবেন এবং দুইবার রমজান মাস আসবে।

কীভাবে সম্ভব?দ্য ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের ব্যবধানের কারণে ২০৩০ সালে এই বিরল ঘটনা ঘটবে। সাধারণত ইসলামিক চন্দ্র বছর ইংরেজি সালের তুলনায় ১০-১২ দিন ছোট হয়। ফলে প্রতি বছর ইসলামিক মাসগুলো আগেভাগে চলে আসে।

দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি বলেন, "ইংরেজি ক্যালেন্ডারে মাসের দৈর্ঘ্য ৩০ বা ৩১ দিন হলেও ইসলামিক চন্দ্র মাস হয় ২৯ বা ৩০ দিনের। এই পার্থক্যের কারণে ২০৩০ সালে রমজান দুবার আসবে।"

২০৩০ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ✅ প্রথম রমজান: ৫ জানুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি শেষ হবে।✅ দ্বিতীয় রমজান: ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৪ জানুয়ারি ২০৩১ সালে শেষ হবে।✅ ঈদুল ফিতর: ৪ ফেব্রুয়ারি এবং ২৪ জানুয়ারি (২০৩১)✅ ঈদুল আজহা: সাধারণ সময় অনুযায়ী, হিজরি ক্যালেন্ডার অনুসারে জুলাই মাসে অনুষ্ঠিত হবে।

২০৩৩ সালেও ঘটবে একই ঘটনা!ইসলামিক ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ২০৩৩ সালেও দুইবার রমজান মাস আসবে এবং সেই বছর মুসলমানরা তিনটি ঈদ উদযাপন করবেন।

এই বিরল ঘটনা মুসলিম ধর্মপ্রাণ মানুষদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা হতে যাচ্ছে। তবে এটি মূলত চন্দ্র ও সৌর বর্ষের পার্থক্যের একটি স্বাভাবিক ফলাফল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে