ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ভ্যাটের রসিদ নিলে লাখ টাকা জেতার সুযোগ

২০২৫ মার্চ ১৯ ২৩:৩৮:৫৮
ভ্যাটের রসিদ নিলে লাখ টাকা জেতার সুযোগ

ডুয়া নিউজ: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ঘোষণা করেছেন, ভ্যাট প্রদান করে রসিদ সংগ্রহকারী ভোক্তাদের জন্য লটারির আয়োজন করা হবে, যেখানে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

বুধবার (১৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, "ভ্যাট থেকে যে পরিমাণ রাজস্ব আসার কথা, তা আসে না। অনেক ভোক্তা ভ্যাট দিলেও রসিদ সংগ্রহ করেন না। ফলে রাজস্ব ঘাটতি হয়। এটি উৎসাহিত করতে আমরা লটারির মাধ্যমে পুরস্কার দেওয়ার পরিকল্পনা করছি।"

এছাড়া, তামাক শিল্পের করনীতির বিষয়ে তিনি বলেন, "বর্তমানে দেশে সিগারেটের তুলনায় বিড়ির ট্যাক্স কম। নকল বিড়ির উৎপাদন বন্ধ না করলে বিড়ি মালিক শিল্প সমিতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর কর বৃদ্ধি করা হবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে