ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

এবার ২৯ নাকি ৩০ রোজা; যা জানা গেল

২০২৫ মার্চ ১৯ ২৩:০১:১৭
এবার ২৯ নাকি ৩০ রোজা; যা জানা গেল

ডুয়া ডেস্ক : চলতি বছর রোজা হতে পারে ৩০টি। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের গবেষকরা জানিয়েছেন, আগামী ২৯ মার্চ আরব দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। সে হিসেবে এবার রোজা ৩০টি পূর্ণ হতে পারে। এর ফলে আরব দেশগুলোতে ঈদুল ফিতর পালিত হবে ৩১ মার্চ (সোমবার)।

গালফ নিউজের প্রতিবেদন বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে আগামী ২৯ মার্চ (শনিবার) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।

তারা আরও জানিয়েছে, বিশ্বের কোথাও না কোথাও পরদিন রবিবার ঈদুল ফিতর পালনের ঘোষণা আসতে পারে। কারণ সেসব স্থানে চাঁদ দেখার ক্ষেত্রে চিরায়ত পদ্ধতি ব্যবহার করা হয়।

উল্লেখ্য, ২৯ মার্চ শনিবার দুপুরে মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়া সহ পশ্চিম আরব বিশ্বের কিছু অঞ্চলে একটি আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণ একটি স্পষ্ট জ্যোতির্বিদ্যা ঘটনা। যা খালি চোখে দেখা যায়। এটি একটি নিশ্চিত প্রমাণ হিসেবে কাজ করে যে ওই সময় বা তার পরবর্তী সময়ে অর্ধচন্দ্র দেখা যাবে না।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে, 'এই বৈজ্ঞানিক ও পর্যবেক্ষণযোগ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে সেই দিন চাঁদ দেখা গেছে বলে দাবি করা যৌক্তিক হবে না। এই ধরনের দাবি স্পষ্টতই ভুল হবে। কারণ এটি জ্যোতির্বিদ্যার বাস্তবতার বিরোধিতা করে।'

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ঈদ রোজা

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে