ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ঈদে অতিরিক্ত ভাড়া, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে কঠোর বার্তা

২০২৫ মার্চ ১৯ ১৯:৩৯:০৯
ঈদে অতিরিক্ত ভাড়া, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে কঠোর বার্তা

ডুয়া নিউজ : আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, লক্কড়ঝক্কড় বাস, লাইসেন্সবিহীন চালকের বিষয় কোনো আপস হবে না বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর গুলিস্তানে নির্বিঘ্নে ঈদযাত্রার আলোচনা সভায় এসব কথা বলেন তারা। যাতায়াত নির্বিঘ্ন করতে মাঠে থাকবে ম্যাজিস্ট্রেট।

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে ঈদযাত্রা।

ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে পরিবহন শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছে বাসমালিক ও ট্র্যাফিক সংশ্লিষ্টরা। বৈঠকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে টার্মিনাল এলাকায় জট, কালোবাজারি, অতিরিক্ত ভাড়া, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পরিবহন মালিক সমিতি জানায়, ‘বাসে বাড়তি ভাড়া আদায় করা যাবে না। প্রতি কাউন্টারে থাকবে ভাড়ার তালিকা। লাইসেন্সবিহীন চালকের হাতে চাবি তুলে দিলে, নেওয়া হবে সেই পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা।’

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, “আপনারাও মাঠে থাকবেন এবং আমাদের তৎপরতা দেখবেন। ভুল-ত্রুটি বা অনিয়ম থাকলে তাৎক্ষণিক আমাদের নজরে আনার অনুরোধ করি। আমরা ব্যবস্থা নেবো।”

সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “আমরা চাঁদাবাজি করতে দেবো না, যাত্রী হয়রানি করতে দেবো না, নারী যাত্রীদের কোনো রকম হয়রানি আমরা করতে দেবো না। সড়ক পথে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব।”

পুলিশ জানায়, ‘যানজট এড়াতে টার্মিনাল এলাকায় লেন বাড়ানো হয়েছে। পাশাপাশি ২৫ মার্চ থেকে কয়েকটি সড়ক একমুখী করা হবে। লক্কড়ঝক্কড় বাস চলাচল বন্ধে মাঠে থাকবে ম্যাজিস্ট্রেটরা।’

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, “মোটরযান আইন কোনো ক্রমে যদি ব্রেক করেন, আমরা কিন্তু মামলা দিতে বা ব্যবস্থা নিতে কোনো রকমের কার্পণ্য করব না। তবে এই আইনের মধ্যে আমরা ওইটা বেশি প্রয়োগ করব, অর্থাৎ মোটরগাড়ি বা বাস, প্রাইভেটকার রেখে যদি আপনি প্রতিবন্ধকতা তৈরি করেন।”

এবার ঈদে ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে যাত্রা করবে। যাত্রী কল্যাণ সমিতি জানায়, তাদের মধ্যে ৭৫ শতাংশ সড়কপথে, ১৭ শতাংশ নৌপথে এবং ৮ শতাংশ রেলপথে যাতায়াত করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে