ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সিন্ডিকেট নিয়ে বাফুফেকে কড়া বার্তা দিলেন ক্রীড়া উপদেষ্টা

২০২৫ মার্চ ১৯ ১৯:৩৪:৩২
সিন্ডিকেট নিয়ে বাফুফেকে কড়া বার্তা দিলেন ক্রীড়া উপদেষ্টা

ডুয়া ডেস্ক: ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ভারত ম্যাচের মূল দলে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে দেশের ফুটবল সমর্থকদের একটি অংশ। তারা দাবি করছে, ফাহমিদুলের বাদ পড়ার পেছনে 'সিন্ডিকেট' কাজ করেছে। এ বিষয়টি সম্প্রতি উঠে এসেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথাতেও।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, সিন্ডিকেটের কোনও স্থান ফেডারেশনে থাকবে না। তিনি বলেছেন, "ফুটবল ফেডারেশনে সিন্ডিকেটের কোনও সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই জায়গা পাবে। আর যদি এমন কিছু ঘটে তবে ফেডারেশন তা নিয়ে ব্যবস্থা নেবে।"

ফাহমিদুলের বাদ পড়া নিয়ে তিনি আরও বলেছেন, "এটি কোন সংকট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিইনি। সে প্রতিভাবান, তবে আরও কিছু সময় প্রয়োজন। আগামী জুনে বাংলাদেশের মাঠে ম্যাচ রয়েছে এবং শিগগিরই হয়তো তাকে মাঠে দেখতে পারব। সমর্থকদের বলবো, হতাশ হওয়ার কিছু নেই।"

এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, "দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনও সুযোগ নেই। সিলেকশনে যেন কোনো স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রভাব না পড়ে সেদিকে বাফুফে সতর্ক দৃষ্টি রাখুক। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সরকার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে