ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ইংল্যান্ড দলে প্রস্তাব পেলে বাংলাদেশে আসতেন কি না, যা জানালেন হামজা

২০২৫ মার্চ ১৯ ১৯:১৩:৪৫
ইংল্যান্ড দলে প্রস্তাব পেলে বাংলাদেশে আসতেন কি না, যা জানালেন হামজা

ডুয়া ডেস্ক: হামজা চৌধুরীর বাংলাদেশ ফুটবল দলে অন্তর্ভুক্তি দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে। ইংল্যান্ড যুব দলের হয়ে খেলা এই মিডফিল্ডার সে দেশের জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে ডাক আসলে কী করতেন? এমন প্রশ্নের উত্তরে হামজা জানান, ‘‘আমি পরিবারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। ইংল্যান্ডের হয়ে কখনো ডাক পাইনি তাই সে সুযোগও আসেনি। তবে সুযোগ আসলে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করতাম।’’

হামজা সম্প্রতি বাংলাদেশ দলে যোগ দিতে দেশে ফিরেছেন এবং জাতীয় দলের সদস্য হয়ে এশিয়ান কোয়ালিফায়ারের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে উপস্থিত থেকে তিনি জানান, ‘‘কয়েক বছর ধরে এই বিষয়টি আলোচনা হচ্ছিল। সর্বশেষ বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়াল এ বিষয়ে আলোচনা শুরু করেন এবং তার পরিকল্পনা শোনানোর পর আমি আত্মবিশ্বাসী হয়ে বাংলাদেশ দলে যোগ দিই।’’

ভারত ম্যাচ নিয়ে হামজা বলেন, ‘‘ফুটবলে যেকোনো কিছু হতে পারে। কোচ ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন, আমি কোন চাপ অনুভব করছি না। এখানে এসে অনেক ভালোবাসা পাচ্ছি, আমি ম্যাচ খেলতে এবং দলকে সহায়তা করতে চাই।’’

বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর ইংল্যান্ডের সতীর্থ, কোচ ও বন্ধুদের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন বলে জানান হামজা। আঞ্চলিক বাংলায় তিনি বলেন, ‘‘ফ্রেন্ড, কোচের থেইকা মেসেজ পাইছি। তারা কনগ্রাচুলেট করতাছে, পজিটিভ মেসেজ দিতাছে। আমার পরিবার খুব গর্বিত, হাজার মানুষ এসে আমারে দেখতাছে, কনগ্রাচুলেশন দিতাছে।’’

এই পদক্ষেপে বাংলাদেশ ফুটবল দল এক নতুন দিশা পেলো এবং হামজার মতো প্রতিভাবান ফুটবলারদের আগমন দলকে আরও শক্তিশালী করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে