ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করলো হাইকোর্ট

২০২৫ মার্চ ১৯ ১৭:৩৮:২৮
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করলো হাইকোর্ট

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) এই তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।

তিনি জানান, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থীর রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বিত বেঞ্চ রুলসহ এ আদেশ প্রদান করেছেন।

এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ৮ ফেব্রুয়ারি। এরপর ‘একাধিক ভুলের কারণে সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক একটি আবেদন ভিসির কাছে জমা দেন এক পরীক্ষার্থী। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় ওই শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে প্রশ্নপত্রে ভুল থাকার কারণে পরীক্ষা বাতিলের দাবির পাশাপাশি কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

এছাড়াও ২০ ফেব্রুয়ারি জমা দেওয়া আবেদনের নিষ্পত্তি চেয়ে হাইকোর্টের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শিশির মনির।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে