ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে

২০২৫ মার্চ ১৯ ১৭:১৮:০৯
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে

ডুয়া ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বুধবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিকেল ৫টায় আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়েও ফল জানা যাবে।

এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম জানান, ২০ মার্চ ফলাফল প্রকাশের জন্য উপাচার্যের কাছ থেকে মৌখিক অনুমোদন নেওয়া হয়েছিল, যা পরে তিনি অনুমোদন দেন। তাই আশা করা হচ্ছে ওই দিনই ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল প্রকাশিত হবে।

আবেদনকারীরা তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তির admission.eis.du.ac.bd ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU BUS টাইপ করে ১৬৩২১ নম্বরে মেসেজ পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৪১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। এই ইউনিটে মোট ১,০৫০টি আসন রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর