ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

এবার ঈদের ছুটিতেও চলবে আমদানি-রফতানি

২০২৫ মার্চ ১৯ ১৭:০১:৫০
এবার ঈদের ছুটিতেও চলবে আমদানি-রফতানি

ডুয়া নিউজ : চলতি বছর ঈদুল ফিতরের ছুটিতেও দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। এর ফলে ছুটির মধ্যেও আমদানি-রফতানি কার্যক্রম চালানো যাবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নির্দেশনায় এ তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়, আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কাস্টমস হাউস স্টেশনে আমদানি-রপ্তানি সীমিত আকারে চলবে। শুধু মাত্র ঈদের দিন সব ধরণের কার্যক্রম বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, দেশের আমদানি-রফতানি কার্যক্রমে গতি আনতে ঈদের ছুটির মধ্যে অফিসগুলো খোলা রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

এর আগে, তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ঈদের ছুটিতে কাস্টমস হাউস ও শুল্কস্টেশন খোলা রাখার জন্য এনবিআরকে চিঠি দিয়েছিল। বিজিএমইএ-এর এই অনুরোধের পরিপ্রেক্ষিতে এনবিআর সিদ্ধান্ত গ্রহণ করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে