ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে পুরস্কার ঘোষণা করছি : হাসনাত

২০২৫ মার্চ ১৯ ১৬:২৫:০৮
এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে পুরস্কার ঘোষণা করছি : হাসনাত

ঢাবি প্রতিনিধি: সম্প্রতি নিয়োগ বাণিজ্য, সুপারিশসহ নানান অভিযোগ আসছে নতুন দল এনসিপি নেতাদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তারা।

এমন পরিস্থিতিতে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ যদি তার বিরুদ্ধে এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারে তাহলে তিনি তাকে পুরস্কার দেবেন।

বুধবার (১৯ মার্চ) ডুয়া নিউজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ ঘোষণার কথা জানান।

হাসনাত বলেন, আমি শুরু থেকেই বলে আসছি এখনো বলছি আমার বিরুদ্ধে কেউ এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারবে না। আমরা দেশের জন্য কাজ করতে এসেছি অনিয়ম, দুর্নীতি করতে নয়। ৫ আগস্ট এর পর থেকে এখন পর্যন্ত কেউ যদি এক টাকার দুর্নীতির প্রমাণও দিতে পারে তাহলে আমি তাকে পুরস্কার দেব।

তিনি আরও বলেন, ঢালাওভাবে এনসিপির বিরুদ্ধে অনেকে অভিযোগ দিচ্ছেন। যার সবই প্রোপাগাণ্ডা, মিথ্যা অভিযোগ। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে এসেছি, সে পথেই আমরা আছি। নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর