ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশিসহ আটক ৪৫

২০২৫ মার্চ ১৯ ১৫:৫৯:৫৩
কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশিসহ আটক ৪৫

ডুয়া ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। এর মধ্যে ৩৬ জনই বাংলাদেশি। আর বাকিরা সবাই পাকিস্তানের নাগরিক।

মঙ্গলবার এসব অভিবাসীকে আটক করা হয়। আর বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানায় একেপিএস।

বিবৃতিতে সংস্থাটি জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে তিন ঘণ্টা ধরে পরিদর্শন অভিযান চালানো হয়েছিল। এ অভিযানে মোট ১১৫ বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৪৫ জনকে আটক করা হয়। তারা মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয়তা পূরণ করেনি। এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তাদের অবতরণ করতে দেওয়া হবে না।

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

মঙ্গলবার (১৮ মার্চ) এ অভিবাসীদের আটক করা হয় বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে একেপিএস।

জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি এবং বাকিরা পাকিস্তানি নাগরিক।

একেপিএস জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে টানা তিন ঘণ্টা ধরে পরিদর্শন অভিযান চালানো হয়। এতে মোট ১১৫ বিদেশির কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৪৫ জনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

মালয়েশিয়ায় প্রবেশের শর্ত পূরণ করতে না পারায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তাদের অবতরণ করতে দেওয়া হবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে