ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার: সূচক পতন রুখতে চেয়েছিল এই শেয়ারগুলো

২০২৫ মার্চ ১৯ ১৫:৪০:৫৯
শেয়ারবাজার: সূচক পতন রুখতে চেয়েছিল এই শেয়ারগুলো

ডুয়া ডেস্ক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৯ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সামান্য পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ এই পতন ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করেছে ৫ কোম্পানি।

কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, উত্তরা ব্যাংক, শাইনপুকুর সিরামিকস এবং পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে। এই কোম্পানিগুলো আজ সূচকে যোগ করেছে ৫.৪ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক টেনে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি চেষ্টা ছিল বেক্সিমকো ফার্মার। আজ ডিএসইর সূচকে প্রতিষ্ঠানটি ২.৪২ পয়েন্ট যোগ করেছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক। ব্যাংকটির সূচকে ১.০২ পয়েন্ট যোগ করেছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- উত্তরা ব্যাংক ০.৮৫ পয়েন্ট, শাইনপুকুর সিরামিকস ০.৫৯ পয়েন্ট এবং গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ০.৫২ পয়েন্ট যোগ করতে সক্ষম হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে