ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

একদিনের উত্থানের পর আবারও শেয়ারবাজারে সূচকের পতন

২০২৫ মার্চ ১৯ ১৫:১২:০৮
একদিনের উত্থানের পর আবারও শেয়ারবাজারে সূচকের পতন

ডুয়া ডেস্ক : টানা দুই কর্মদিবসের পতনের পর মঙ্গলবার উভয় শেয়ারবাজারের প্রধান সূচক ইতিবাচক ধারায় ফিরেছিল। তবে একদিনের ব্যবধানে, আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৯ মার্চ) আবারও সূচক নিম্নমুখী হয়েছে। যদিও এদিন উভয় বাজারেই লেনদেনের পরিমাণ ছিল ইতিবাচক। ডিএসই ও সিএসই সূত্রে এই জানা যায়।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতন হয়েছে ২.৯৩ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবার প্রধান সূচক বেড়েছিল ৪.৮৫ পয়েন্ট। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৫১ লাখ টাকার। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ১৮ লাখ টাকার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ ডিএসইতে দর পতনের শীর্ষে উঠে আসা ১০ কোম্পানি হলো- তাল্লু স্পিনিং, সমতা লেদার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, মিঠুন নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্সুরেন্স, খুলনা প্রিন্টিং, স্টাইলক্যাফ্ট এবং মাগুরা মাল্টিপ্লেক্স।

আজ ডিএসইর প্রধান সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৫ হাজার ২০৭ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ দশমিক ২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৮১ দশমিক ৪৩ পয়েন্টে।

আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৮৩ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬৭ দশমিক ৪৩ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ১২ দশমিক ৬০ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে