ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

মসজিদের পিলার ধসে নিহত কিশোর

২০২৫ মার্চ ১৯ ১৩:০৩:১৯
মসজিদের পিলার ধসে নিহত কিশোর

ডুয়া ডেস্ক : সাতক্ষীরায় মসজিদের পিলার ধসে ১৩ বছর বয়সী কিশোর তাওসিফ তাজের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে সাতক্ষীরা সদরের বৈকারী বাজার জামে মসজিদে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর তাওসিফ তাজ বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের ভাতিজা। স্থানীয়দের মতে, আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একটি পুরনো পিলার হঠাৎ তার ওপর ভেঙে পড়ে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় মসজিদের আরও দুই মুসল্লি আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানান, মসজিদের অবকাঠামো অনেক পুরনো হয়ে পড়েছিল এবং এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর সংস্কারের প্রয়োজন ছিল, তবে যথাযথ উদ্যোগ না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

বিষয়ে নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে