ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

রমজানে ইতিকাফ: মহল্লার কেউ পুরো ১০ দিন ইতিকাফে না বসলে করণীয়

২০২৫ মার্চ ১৯ ১১:৪২:৪৪
রমজানে ইতিকাফ: মহল্লার কেউ পুরো ১০ দিন ইতিকাফে না বসলে করণীয়

ডুয়া ডেস্ক : রমজানের শেষ দশ দিনে মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ, যদি এলাকার কেউ ইতিকাফ আদায় করে, তবে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তবে কেউ না করলে সবাই গুনাহগার হবে।

প্রশ্ন: যদি কোনো এলাকায় কেউ পুরো ১০ দিন ইতিকাফে না বসেন, বরং কয়েকজন ভাগ করে থাকেন, তবে কি সুন্নত ইতিকাফ আদায় হবে?

উত্তর: এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলেন, মহল্লার কোনো একজনও পুরো ১০ দিন ইতিকাফে না বসলে কারো সুন্নত ইতিকাফ আদায় হবে না এবং এলাকাবাসী সুন্নত ইতিকাফ থেকে দায় মুক্ত হবে না। কারণ সুন্নত ইতিকাফের জন্য একজন হলেও রমজানের শেষের পুরো দশ দিন ইতিকাফ করতে হবে। তিন জন ভাগ করে দশ দিন অবস্থান করলে কারো সুন্নত ইতিকাফ আদায় হবে না; সেটা নফল ইতিকাফ বলে গণ্য হবে।

(ফাতহুল কাদীর ২/৩০৫; আলবাহরুর রায়েক ২/২৯৯; হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি পৃ. ৩৮২; রদ্দুল মুহতার ২/৪৪৫)

ইতিকাফের সময় করণীয় ও বর্জনীয়

যা করা উচিত:

* ফরজ, ওয়াজিব ও সুন্নত ইবাদত যথাযথভাবে আদায় করা।* কোরআন তিলাওয়াত ও নফল ইবাদতে ব্যস্ত থাকা।* রাত জেগে জিকির ও নফল নামাজ পড়া।* অতীতের পাপের জন্য তওবা ও ভবিষ্যতে পাপ না করার সংকল্প করা।* বিজোড় রাতগুলোতে ইবাদতের মাধ্যমে কদরের ফজিলত অর্জনের চেষ্টা করা।* বেশি বেশি ইস্তেগফার ও দরুদ পাঠ করা।

যা থেকে বিরত থাকা উচিত:

* অহেতুক কথা বলা ও আচার-আচরণে কাউকে কষ্ট দেওয়া।* মসজিদে আড্ডা দেওয়া, যা সম্পূর্ণ নাজায়েজ।* ধর্মীয় বই ছাড়া অন্য কোনো বইপত্র পড়া।* যেকোনো ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকা।* আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে ধ্যান ও দোয়া করা।* রমজানের শেষ দশ দিন ইতিকাফ পালনের মাধ্যমে আল্লাহর রহমত ও কদরের রাতের ফজিলত লাভের সুযোগ গ্রহণ করা উচিত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর



রে